ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

একুশের নতুন ধারাবাহিক ‘ব্যাচেলর ডট কম’

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার

একুশে টেলিভিশন (ইটিভিতে) প্রচার শরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর ডট কম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার শুভ। প্রতি শনি, রবি ও সোমবার রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার করা হচ্ছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ, নিলয়, সিদ্দীকুর রহমান, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, তানিয়া বৃষ্টি, আইরিন আফরোজ, তুলনা আল-হারুন, ফারজানা রিক্তা, আজমেরী হক বাঁধন, ফারুক আহম্মেদ, বড়দা মিঠু, কাজী উজ্জল, শামীম আহম্মেদ এবং আহম্মেদ রুবেল।

এসএ/ডব্লিউএন