ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যশোরে বাঘ-সিংহের চারটি ছানা উদ্ধার

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি প্রাডো গাড়ি থেকে বাঘ ও সিংহের চারটি ছানা উদ্ধার হয়েছে। এ সময় ওই গাড়িতে থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, বাচ্চাগুলো পাচারের উদ্দেশ্যে ঢাকার উত্তরা থেকে যশোরের শার্শা সীমান্তে নেওয়া হচ্ছিল।

এদিকে বন বিভাগের ধারণা, উদ্ধারকৃত ছানাগুলোর মধ্যে দুটি লেপার্ড প্রজাতির এবং অপর দুটি সিংহের শাবক।

প্রাডো গাড়িতে দুটো বাক্সে করে বাঘ-সিংহের ছানাগুলো পাচারের চেষ্টা করা হয়। এসময় আটক করা হয় দুই যুবককে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বায়োজিদ একটি টিম নিয়ে চাঁচড়া চেকপোস্ট মোড়ে অবস্থান নেন। তারা শার্শা সীমান্তগামী একটি প্রাডো গাড়ির গতিরোধ করে চালকসহ দুইজনকে আটক করে। এরপর গাড়ি থেকে দুটি কাঠের বাক্স উদ্ধার করে। আটক দু’জন বাক্স দুটিতে থাকা চারটি ছানাকেই বাঘের ছানা বলে জানিয়েছে। 

যশোরে বাঘ-সিংহের চারটি ছানা অবৈধভাবে বহনের দায়ে একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আইন অনুযায়ী মামলা হবে এবং আদালতের নির্দেশ মতে বাঘ-সিংহের ছানাগুলোর ভবিষ্যত নির্ধারণ হবে।

বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম জানান, তাদের ধারণা উদ্ধারকৃত শাবকগুলোর মধ্যে দুটি লেপার্ড প্রজাতির এবং অপর দুটি সিংহের ছানা। খুলনা থেকে ওয়াইল্ড লাইফের কর্মকর্তারা যশোরে আসছেন। তারাই নিশ্চিত তথ্য দিতে পারবেন।

ডব্লিউএন