ফরিদপুরে কলেজছাত্রী উদ্ধার, চাচি আটক
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

ফরিদপুরে অপহরণের শিকার এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ঘটনায় ওই ছাত্রীর চাচিসহ দুই জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ফরিদুপর র্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন।
র্যাব-৮ সূত্র জানায়, উদ্ধার হওয়া ছাত্রী ও তার স্বামীর মধ্যে সম্প্রতি মনোমালিন্য হয়। এরপর তিনি তার মেজো চাচি নাজমুন নাহারের বাড়ি জেলার বোয়ালমারী ভরকাদিরদী গ্রামে চলে যান। ওই গ্রামের মহিউদ্দিন (৪২) নামের এক ভাগ্নের হাতে কলেজছাত্রীটিকে তুলে দেন নাজমুন নাহার। মহিউদ্দিন ওই ছাত্রীকে ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণের পাশাপাশি বিয়ের জন্য চাপ দিতে থাকেন।
পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, গতকাল সোমবার মহিউদ্দিন ওই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার জন্য ফরিদপুরে নিয়ে আসলে র্যাবের একটি দল ছাত্রীটিকে উদ্ধার করে। এসময় মহিউদ্দিন ও চাচী নাজমুন নাহার আটক করে র্যাব।
আর