সিরাজগঞ্জে নবান্ন উৎসব পালিত
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে নবান্ন উৎসব পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ কালেক্টরেক্ট বিদ্যালয় মাঠে মিঠা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এতে মেলায় ৩০টি স্টল স্থান পায়। স্টলে বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারীরা দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন ধরণের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়।
পরে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ সামছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডা. শেখ মো. মনঞ্জুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরশেদ আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষার্থীরা গান নৃত্য ও কবিতা আবৃত্তি করে।