কুমিল্লায় বাস পুকুরে : বহু হতাহতের শঙ্কা
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৭ বুধবার

কুমিল্লায় ২৫-৩০ জন যাত্রীসহ বৈশাখী পরিবহন নামের একটি বাস পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেবিদ্বার পৌর এলাকার বারেরায় সড়কের পাশের পুকুরে পড়ে যায়। বাসটিতে প্রায় ২৫/৩০ জন যাত্রী ছিলেন বলে জানান তিনি।
এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আর