ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় ক্ষমা চাইলো কর্তৃপক্ষ

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

জাপানের একটি রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের ২০ সেকেন্ড পূর্বে একটি ট্রেন ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার সুকুবা এক্সপ্রেস নামের ট্রেনটি রাজধানী টোকিওর উত্তরের শহর মিনামি নাগারিমা শহরে নির্দিষ্ট সময়ে পৌছায়। ৯.৪৪ মিনিটে মিনামিতে পৌছালেও ৯.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। তবে নির্দিষ্ট সময়ের ২০ সেকেন্ড পূর্বে ট্রেনটি প্লাটফর্ম থেকে ছেড়ে যায়। এ ঘটনায় যাত্রীরা বিস্মিত হয়।

এরপরই জাপানের রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে উক্ত ঘটনার জন্য ক্ষমা চায়। গার্ডের অসচেতনতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে তারা দাবি করে। বিবৃতিতে আরও বলা হয়, ’আমরা ওই দিনের সেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত’।

উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে জাপানের অভ্যন্তরীণ রুটে চলা ট্রেনগুলো যথা সময়ে স্টেশনে পৌছায় ও ছেড়ে যায় বলে বিশ্বব্যপী জাপানের রেলওয়ের সুনাম রয়েছে।

সুত্র: গার্ডিয়ান

এমজে/এমআর