ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

তেহরান বধে রিয়াদকে সহযোগিতা করতে চায় তেল আবিব

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকে থামাতে সৌদি আরবকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফট্যানেন্ট জেনারেল গাদি আইজেনকট রিয়াদের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন।

সৌদি আরবের ওয়েবসাইট দ্য এলিপ গত বৃহস্পতিবার সাক্ষাতকারের বিষয়টি নিশ্চিত করে। দ্য এপিলকে দেওয়া সাক্ষাতকারের বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর একটি সুত্র আলজাজিরাকে তাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই বলে ওই সূত্র দাবি করে।

এলিপকে দেওয়া সাক্ষাতকারে আইজেনকট বলেন, ইরান মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। আইজেনকট আরও বলেন, ইরানকে থামাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। ইসরায়েল ইরাককে সব ধরণের বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করতে প্রস্তুত।

দ্য এলিপে সাক্ষাতকারের বিষয়টি আল-জাজিরা নিশ্চিত করেছে। আল-জাজিরা জেরুজালেম পোস্টের সামরিক প্রতিবেদক আন্না আরুনহেইমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওই সাক্ষাতকারটি ইসরায়েলি দ্রুজ সাংবাদিক পরিচালনা করেন।

সুত্র: আল-জাজিরা

এমজে/এমআর