ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ডিএসএস এ চলছে ফোর্থ সেন্স ব্যান্ডের সংগীত পরিবেশনা

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার

ডিসকাশন ফর সিলেক্টিং সৌলমেট গ্রুপের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলো ফোর্থ সেন্স ব্যান্ড। আজ সকাল ১০টায় রাজধানীর সেলিব্রিটি কনভেনশন সেন্টারে চলছে গ্রুপটির ২য় বর্ষপূর্তি এবং ২য় আন্তর্জাতিক সৌলমেট দিবস পালন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফোর্থ সেন্স ব্যান্ডের সঙ্গীত পরিবেশন।

ফোর্থ সেন্স ব্যান্ড অনুষ্ঠানে বেশকিছু জনপ্রিয় বাংলা গান পরিবেশন করে। এরমধ্যে পিন্দারে পলাশের বোন, নিটল পায়ে, সুন্দরী তুই জলদি আয় এবং বায়ান্ন তাসসহ আরও বেশ কিছু জনপ্রিয় গান। গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষ্যে “তারুণ্যের জয়গান” শীর্ষক একটি থিম সং পরিবেশন করেন। গানের কথা ও সুর দিয়েছেন প্রান্তর রাব্বী। ব্যান্ডের হয়ে গান পরিবেশন করেন টিটু (গীটার, ভোকাল), রাব্বি (গীটার এবং লিরিকস), সৈকত (কাজনিস্ট) এবং শুভ (শেকার্স, ভোকাল)। এসময় উপস্থিত দর্শক স্রোতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যায়।