ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা

প্রকাশিত : ১২:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:০১ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

শ্রীলঙ্কান ক্রিকেটের ৭০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে আগামী বছরের মার্চে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে শ্রীলঙ্কা। গতকাল শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে। ৮ থেকে ২০ মার্চ পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের নাম রাখা হয়েছে নিদাহাস ট্রফি।

বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ২০ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সিরিজের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার ৫০তম স্বাধীনতা দিবস ও এসএলসির ৫০তম প্রতিষ্ঠা দিবসেও এই সিরিজ আয়োজন করা হয়েছিলো।

টুর্নামেন্ট সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন , বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কার (এবং ভারতের) অবদান কখনোই ভোলার নয়। বাংলাদেশ ক্রিকেটের ভালো বন্ধু শ্রীলঙ্কা। এই প্রস্তাবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।

 

সূত্র : ক্রিকইনফো

এমআর