ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

রাজধানীর যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) আওতাধীন বিদ্যুৎ উপকেন্দ্রগুলির সংস্কার কাজের জন্য শহরের বিভিন্ন জায়গায় ১১ দিনে মোট আট ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । ডেসকো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্কার কাজের অংশ হিসেবে আজ শনিবার ডেসকোর সিভিল এভিয়েশন সুইচিং ও দক্ষিণখান ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  এতে এ এলাকার আওতাধীন এলাকা সমূহে সকাল ৮ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে ডেসকো। তবে বিকাল ৪ টার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে দক্ষিণখান গার্লস স্কুল, মাজার চৌরাস্তা, ঈদগাঁও মাঠ, দক্ষিণ মাদ্রাসা রোড, মোল্লাবাড়ি পানির পাম্প, চেয়ারম্যান বাড়ি, আমতলা, রাজাবাড়ি, মাস্টার পাড়া, ব্যাপারী পাড়া, পলাশিয়া, ঘাটপাড় এবং এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এমজে/এমআর