দোহারে মানবাধিকার কমিশনের সংবর্ধনা
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৩:১০ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

মানবাধিকার কমিশন দোহার উপজেলা শাখার সভাপতি, উপজেলা কমিউনিটিং পুলিশিংয়ের সভাপতি এবং সাবেক ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মজিবুর রহমান কমিউনিটি পুলিশিং-এ ২০১৭ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় দোহার উপজেলা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়ায় মানবাধিকার কমিশন দোহার উপজেলা শাখার কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি একলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, মো. আব্দুস সামাদ মাদবর, মো. আ. সালাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী রেজা লিমন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক সঞ্জয় কৃষ্ণ সেন, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার নিলু, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান রকেট, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আজমল হক মোল্লা, নির্বাহী সদস্য রাফিক উদ্দিন বেপারী ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ মানবাধিকার কমিশন দোহার শাখার অন্যান্য সদস্যরা।
এসএইচ/