ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

শুটিংয়ে আহত রুক্মিনি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

কলকাতার অভিনেত্রী রুক্মিনি মৈত্র শুটিংয়ে আহত হয়েছেন। ভারতের সিকিমে ‘কবির’ সিনেমার শুটিং চলাকালে হাঁটুতে চোট পেয়েছেন কথিত দেব গার্লফ্রেন্ড।

শনিবার সিকিমে তার পরবর্তী ‘কবীর’ সিনেমার শুটিং করছিলেন রুক্মিনি। একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে চোট পান অভিনেত্রী। এরপর যন্ত্রণায় কাতরাতে থাকেন।

পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে তার।

‘কবির’ সিনেমাটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি। এটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন চিত্রনায়ক দেব। ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পাবে।

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস

 

এসএ/