ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

শেষ হলো জোড় ইজতেমা

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো চারদিনের জোড় ইজতেমা। সোমবার বিকালে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত আসরের নামাজের পর বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের জোড় ইজতেমার মোনাজাত পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচদিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়।

তিনি বলেন, এবারও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও তা চার দিনব্যাপী হয়। সোমবার আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা। জোড় ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পৌনে দুই লাখ মুসল্লি অংশ নেন।

 

আর/টিকে