ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ইয়েতি অভিযান’

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২২ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৯ এএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘ইয়েতি অভিযান’। আগামী শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। ‘ইয়েতি অভিযান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ছাড়াও বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

এর আগে গত ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায় ছবিটি। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেংকটেশ ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে। বাংলাদেশে ছবিটির আমদানি এবং পরিবেশনার দায়িত্বে রয়েছে খ্যাতনামা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।    

অন্যদিকে একই চুক্তির আওতায় কলকাতায় প্রদর্শিত হতে যাচ্ছে শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রটি। শাকিব খান ও বুবলি অভিনীত বসগিরি বাংলাদেশে মুক্তি পায় ২০১৬ সালে। ব্যবসা সফল এই চলচ্চিত্রটি এবার যাচ্ছে ওপারের প্রেক্ষাগৃহে।

‘ইয়েতি অভিযান’ চলচ্চিত্রটি খ্যাতনামা উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে।    

এসএইচ/