ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মারা যাচ্ছেন সুলতান সুলেমান

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

আলোচিত-সমালোচিত বিদেশী সিরিয়াল সুলতান সুলেমানের শেষ পর্ব প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার। এ পর্বেই মারা যাবেন সুলতান সুলেমান।

অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত মেগাসিরিয়াল সুলতান সুলেমানের শেষ পর্বে সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তার। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।

বৃহস্পতিবার শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারো শেষ মৌসুমটি পুনঃপ্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি।

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক সুলতান সুলেমান : কসেম। প্রায় সাতশ’ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী।

যেখানে ক্ষমতার টানাপড়েনে অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন ঘটনার অন্তরালের কাহিনী নিয়েই তা নির্মাণ করা হয়।

 

এসএ/