ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার

সৌদি আরবের আছির প্রদেশে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ মিয়া। মোহাম্মদ সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. সফি আলম এর বডড় ছেলে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫ টার সময় সৌদি আরবের আছির প্রদেশের মা`দ্দা এলাকা থেকে খামিস মোশায়েত আসার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মো. সোহাগ মিয়া মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মা`দ্দা জেনারেল হাসপাতালে পাঠালে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি হিমাগারে রাখে।

ঘটনাস্থল থেকে মোহাম্মদ ওসমান নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আছিল প্রদেশ থেকে ফেরার পথে একটি ট্রেলারকে ওভার টেক করতে চাইলে ট্রেলারটি চাপা দিলে গাড়ি উল্টে ঘটনাস্থলে প্রাণ হারান মো. সোহাগ মিয়া।

মো. সোহাগ মিয়া তিন ভাই দুই বোনের মধ্যে সবার বড় সেই। সোহাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে পারিবারিক সূত্রে জানায়।

 

টিকে