ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ভাঁজ আইফোনের জন্য আবেদন অ্যাপলের

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:০১ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

ভাঁজ করা মোবাইলের পেটেন্টের জন্য আবেদন করেছে স্মার্টোফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন। ভাঁজ করা এ আইফোন ‘বইয়ের মত খোলা বা বন্ধ’ করা যাবে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট এবং ট্রেডমার্ক কার্যালয়ে পেটেন্টের এ আবেদন করা হয়।

জানা যায়, ভাজঁ যোগ্য মোবাইল বাজারে আনতে অ্যাপলের সঙ্গী হবে এলজি। শুরুতে মুঠোফোনটির পর্দার জন্য স্যামসাং এর সাথে যৌথভাবে কাজ করা থাকলেও পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে সরে আসে অ্যাপল। স্যামসাং এর কাছে আইফোনের প্রস্তুত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে এমন ধারণা থেকেই এলজি এর সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় অ্যাপল। স্যামসাং আইফোনের জন্য শক্ত এক প্রতিপক্ষ। ধারণা করা হচ্ছে স্যামসাং ২০১৮ সালে ‘গ্যালাক্সি-এক্স’ নামে ভাঁজযোগ্য মুঠোফোন বাজারে আনবে।

পেটেন আবেদন থেকে যায় ২০১০ সালে ভাঁজ যোগ্য আইফোন মোবাইলের উতপাদন শুরু করবে অ্যাপল ।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

//এস এইচ এস//