ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

রাজশাহীতে ‘জঙ্গি বাড়ি’তে অভিযান, বাড়ির মালিক আটক

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মার চরের আলাতলীতে জঙ্গি সন্দেহে  একটি বাড়িতে অভিযান ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৪টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে র‌্যাব। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন ‌‌‌র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সকাল ৬টার দিকে বাড়িটিতে আগুন ধরে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় র‌্যাব। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

পরে সেখাসে অভিযান চালিয়ে বাড়ির মালিক রাশিকুল ইসলামকে আটক করে র‌্যাব।

 

 

 

 

//এমআর