ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

হাসপাতাল ছেড়ে বাসায় দিলীপ কুমার

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

আবারও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা দিলীপ কুমার। মঙ্গলবার তাঁর নিমোনিয়ার কারণে ডায়ালিসিসের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা বর্ষীয়ান এই অভিনেতাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অভিনেতা জানান, তাঁর নিমোনিয়া গুরুতর কিছু নয়। বাড়িতে থেকে বিশ্রাম নেবেন। তিনি এখন সুস্থ আছেন। ভক্তদের তাঁর জন্য প্রার্থনাও করতে বলেন দিলীপ কুমার।

প্রসঙ্গত, চলতি বছরে আগস্টেই হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যায়, যার কারণে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করতে হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে বিশেষ কক্ষে নিয়ে আসা হয়।

সূত্র : এনডিটিভি

 

এসএ/