বৃহস্পতিবার আয়কর দিবস
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

সারাদেশে ‘আয়কর দিবস-২০১৭’ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পালিত হবে। এদিন ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও সময় শেষ হচ্ছে। এদিন রাত ১০টার মধ্যে যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের নির্ধারিত করের ওপর মাসিক দুই শতাংশ হারে বিলম্ব সুদ গুনতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানানো হয়েছে, আয়কর দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজস্ব বোর্ডের সেগুনবাগিচা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বছরে যাদের আয় আড়াই লাখ টাকার বেশি তাদের সবাইকে রিটার্ন জমা দিতে হবে। এছাড়া, গাড়ির মালিক ও অভিজাত ক্লাবের সদস্যদের বছরে আয় আড়াই লাখ টাকার কম হলেও তাদের রিটার্ন জমা দিতে হবে। এছাড়াও পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, ঠিকাদার, জনপ্রতিনিধি ও আইনজীবীদের করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দিতে হবে।
গত ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর আয়কর সপ্তাহ পালন করছে এনবিআর। আয়কর মেলার মতোই সুযোগ দিয়ে এ আয়কর সপ্তাহ পালিত হচ্ছে। প্রতিটি সার্কেল ও কর অঞ্চল কার্যালয়ে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। করদাতাদের সুবিধার্থে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হচ্ছে।
জানা গেছে, বিলম্ব সুদ পরিশোধ করে যৌক্তিক কারণ দেখিয়ে যেকোনও করদাতা ইচ্ছে করলে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর আবেদন করা হলে তিনি আয়কর দাতার দুই মাস পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারেন।
১ থেকে ৭ নভেম্বর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। গত বছরের চেয়ে এবার আয়কর বেশি আহরণ হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়কর প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।
এসএইচ/