ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

‌পড়ালেখার চাপে ছেলেমেয়েদের জীবনে গান নেই

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১০:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০১৭ বুধবার

সংস্কৃতি বিষয়কমন্ত্রী অাসাদুজ্জামান নূর বলেছেন, "পড়ালেখার চাপে আমাদের ছেলেমেয়েদের জীবনে এখন গান নেই। এটা ভাল লক্ষণ নয়।" বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখীর ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখনকার ছেলেমেয়েরা আকাশ চিনে না, ধানক্ষেত চিনে না। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছি, আবার আমরাই পাহাড়িদের ওপর আক্রমন চালাই, হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি পুড়িয়ে দেই। এ মানসিকতা কাম্য নয়।

`গান হোক অশুভের বিপক্ষে শৈল্পিক প্রতিবাদ` এই শিরোনামকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মাসুদ আহমেদ, সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিকীর উদ্বোধনী বক্তৃতায় শুরু হওয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে রেহানা রানু শিক্ষাবৃত্তি-১৭ প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আনোয়ারা দিঠি গান।

তিনি একে একে একতারা তুই দেশের কথা বল, আকাশের হাতে আছে, শুধু গান গেয়ে পরিচয়, গানের খাতায়, প্রেমের অাগুনে, এক নজর না দেখিলে, তোমাকে চাই আমি আরও কাছে, ইস্টিশনের রেলগাড়ীটা, মধু কই কই - এরকম মেজাজের বেশ কিছু গান গেয়ে দর্শক- শ্রোতাদের অন্যরকম আনন্দ দেন।

 

এএ/এসএইচ