ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

অবস্থার অবনতি মেয়র আনিসুল হকের

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হকের অবস্থার অবনতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণের কারণে গত ২৮ নভেম্বর তাকে দ্বিতীয় দফায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলে তার অবস্থার অবনতি হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র পরিবারের স্বজনেরা।

গত ২৯ জুলাই মেয়ের সন্তান জন্মদান উপলক্ষ্যে লন্ডন যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। এরপর ৪ আগস্ট তিনি অসুস্থ বোধ করলে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি নেয়া হয়। সেখানেই অচেতন হয়ে যান মেয়র। এরপর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এফবিসিসিআই এবং বিজিএমই এর সাবেক সভাপতি আনিসুল হক। গত ৩১ অক্টোবর অবস্থার উন্নতি হলে তাকে আইসিইউ থেকে স্থানান্তর করে রিহ্যাবিলেটেশনে রাখা হয়েছিল তাকে।

তবে এক মাসের মধ্যেই তাকে আবার আইসিইউতে নেয়া হয়।

৬৫ বছর বয়সী আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

//এস এইচ এসস//