ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় ৯ শতাধিক যানবাহন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানিয়েছেন, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ কারণে জরুরি পণ্যবাহী ট্রাকগুলো ছাড়া অন্য সাধারণ ট্রাকগুলোকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা ট্রাফিক পুলিশের ইনচার্জ দিলীপ দত্ত জানিয়েছেন, নৌরুটের ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে তিনটি অচল হয়ে আছে। বাকি ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের কাজ চলছে। এ ছাড়াও নাব্যতা সংকটে ড্রেজিং কার্যক্রম চলমান আছে, যার ফলে একটি মাত্র চ্যানেল দিয়ে পন্টুন এলাকার ফেরিগুলো চলাচল করছে। এ কারণে একসঙ্গে কয়েকটি ফেরি চ্যানেলে প্রবেশ করত পারছে না। তাই দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

একে//