ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

অবশেষে `রোহিঙ্গা` শব্দটি উচ্চারণ করলেন পোপ

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের একটি গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় তিনি প্রথমবারের মতো `রোহিঙ্গা` শব্দটিও উচ্চারণ করেন।

শুক্রবার ঢাকায় আন্তঃধর্মীয় বৈঠকে শরণার্থীদের ১৬ জনের একটি দলের সঙ্গে সাক্ষাৎকালে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেন পোপ ফ্রান্সিস।

এর আগে তিনি মিয়ানমার সফর করেছেন। সেখানে ‘রোহিঙ্গা’ শব্দটি সচেতনভাবে এড়িয়ে গেছেন। মূলত মিয়ানমারের কার্ডিনাল চার্লস বো’র অনুরোধে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেননি পোপ ফ্রান্সিস। এর বদলে তিনি তাদের ‘নির্যাতিত জনগোষ্ঠী’ বলে অভিহিত করেছেন। বাংলাদেশ সফরের প্রথম দিনেও পোপ ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেছেন। এ নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখিও হয়েছে। এবার শরণার্থী দলের সঙ্গে সাক্ষাৎকালে `রোহিঙ্গা` শব্দটি উচ্চারণ করায় এ বিতর্কের কিছুটা হলেও অবসান ঘটেছে।

 

তথ্যসূত্র : বিবিসি

 

ডিডি/টিকে