ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

একই সুরে কথা বলছে ওবায়দুল-সিইসি : রিজভী

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১০:৩০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একই সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী। তিনি বলেন, আগামী নির্বাচন বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুরেই প্রধান নির্বাচন কমিশনার সুর মিলাচ্ছেন।

সোমবার সকা‌লে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রিজভী এ মন্তব্য ক‌রেন। এসময় তিনি বলেন, আগাম নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সুর মেলানো প্রমাণ করে, তিনি সরকারের দেখানো সেই পুরোনো পথেই হাঁটছেন।

তিনি বলেন, গত দু-তিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। সিইসিও সুর মিলিয়ে বলেছেন, সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত ইসি।

বর্তমান সিইসি কে এম নুরুল হুদাকে আওয়ামী সরকারের কৃপাধন্য আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেছেন, চাকরি রক্ষার্থে বর্তমান সিইসি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না। এসময় সিইসিকে ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ না হওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপির এই নেতা  সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

এমজে/