ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

রাহুলই সভাপতি, বাকি কেবল আনুষ্ঠানিকতা

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:১২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ভারতের জাতীয় কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে উত্তাপ ছড়ালেও শেষ পর্যন্ত রাহুল গান্ধীই হচ্ছেন দলের পরবর্তী কর্ণধার। কোনো প্রতিদ্বন্দ্বী শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দেওয়ায় রাহুল গান্ধীই যে পরবর্তী সভাপতি হচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত।

দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল সোমবার। কিন্তু শেষ পর্যন্ত রাহুল ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি বলে খবর ভারতীয় গণমাধ্যমগুলোর। রাহুলের পক্ষে মোট ৮৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এতে স্বাক্ষর করেছেন দলের হাইকমান্ড থেকে শুরু করে বিভিন্ন স্তরের ৮৯০ জন নেতা।

স্বাক্ষরকারীদের মধ্যে আছেন কনগ্রেসের বর্তমান সভাপতি ও রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী। এছাড়া এ তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও। এদিকে ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে দলটি। ওইদিনই রাহুল গান্ধীকে সভাপতি ঘোষণা করা হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। রাহুল বর্তমানে কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

সূত্র: এনডিটিভি

এমজে/ এআর