সাবেক ফুটবলার আমিনুল আটক
প্রকাশিত : ০৭:১০ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে হাইকোর্ট প্রঙ্গণ থেকে আমিনুলকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজধানীর শাহবাগ থানায় আছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন তিনি। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল।
অবসরের পর আমিনুল বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী গণমাধ্যমকে জানান, আমিনুলকে আটক করে শাহবাগ থানায় আনা হয়েছে। আজ বিকালে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমিনুলকে আটক করার কথা জানান তিনি।
তবে কী অভিযোগে আমিনুলকে আটক করা হয়েছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।
এম