ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বেবিচকে ৭৪ জনের নিয়োগ

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের লোকবল বৃদ্ধির লক্ষ্যে ৩ পদে ৭৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১)নিরাপত্তা অপারেটর-০৩ টি

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।উচ্চতা-৫ফুট ৪ ইঞ্চি। উপজাতিদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।ওজন ৫০ কেজি।বুকের স্বাভাবিক মাপ-৩২ ইঞ্চি এবং ম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

২) এরোড্রাম ফায়ার অপারেটর-০৮ টি

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।উচ্চতা-৫ফুট ৪ ইঞ্চি।বুকের স্বাভাবিক মাপ-৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

৩)সশস্ত্র নিরাপত্তা প্রহরী-৬৩ টি

যোগ্যতা

মাধ্যমিক বা সমমান পাস । উচ্চতা পুরুষ ও মহিলার যথাক্রমে ৫ফুট ৪ ইঞ্চি ও ফুট। উপজাতিদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি এবং ৪ ফুট ১১ ইঞ্চি। ওজন পুরুষ ও মহিলা যথাক্রমে ৫০ ও ৪৫ কেজি। বুকের স্বাভাবিক মাপ পুরুষ ও নারী ৩২ ইঞ্চি ও ৩৪ ইঞ্চি।  এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি ও ৩৫ ইঞ্চি। নির্ধারিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনের পর নিয়োগ স্থায়ী করা হবে।

যাদের আবেদন করার প্রয়োজন নেই

গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চট্রগ্রাম, ব্রহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, পাবনা, নড়াইল, বরিশাল, ভোলা ও ঝালকাঠি।তবে এতিম, শরীরিক প্রতিবন্ধি এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার নাতি-নাতনি প্রার্থীগণ প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আবেনের নিয়ম

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.caab.gov.bd) দেখুন।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জানুয়ারী,২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

/ এম / এআর