ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

৭ মার্চের ভাষণের প্রত্যেকটি অক্ষরই গুরুত্বপূর্ণ : রেলমন্ত্রী

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা ব্যাখ্যা করা যায়। প্রত্যেকটি অক্ষর খুব গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কতৃক ‘বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল` হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েসনের সভাপতি অভি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক দুলাল দে’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় রেলমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে রেলপথের অবস্থা খুব খারাপ জরাজীর্ণ ছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী রেল সেক্টরে প্রচুর উন্নয়ন করেছেন। আলাদা রেল মন্ত্রনালয় করা হয়েছে। যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয় তাহলে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, মাজহারুল ইসলাম, আমিনুল ইসলাম তৌফি।

 

/এমআর