ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

হাওয়া ভবন ছিলো টাকা তৈরির ফ্যাক্টরি : শামসুদ্দিন চৌধুরী

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

হাওয়া ভবন টাকা তৈরির কারখানা ছিলো বলে মন্তব্য করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, হাওয়া ভবন ছিলো টাকা তৈরির ফ্যাক্টরি। সৌদি আরবের বর্তমান রাজা তার ১১ ভাইকে দুর্নীতির দায়ে জেলে পাঠিয়েছেন। তাদের মধ্যে দুজন স্বীকার করেছেন যে, তারা খালেদার পরিবারের সদস্যের কাছ থেকে ১২০০ কোটি ডলার নিয়েছেন। আল-জাজিরা পত্রিকা, গার্ডিয়ান পত্রিকা ‍ও প্যারাডাইস কেলেঙ্কারীতে দেখেছেন তারেক জিয়া ৮০ কোটি ডলার পাচার করেছে। অতিস্বত্ত্বর এসব টাকা ফিরেয়ে আনা হোক।

 

/এমআর