ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

৫৭ ধারা বাতিল করে যেন ভিন্নরুপে আনা না হয় : টিআইবি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

৫৭ ধারা বাতিল করে অন্য আইনে তা ভিন্নরুপে ফিরিয়ে না আনার ব্যাপারে সতর্ক করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


বৃহস্পতিবার টিআইবি কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংলাপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ড. ইফতেখারুজ্জামান বলেন, ৫৭ ধারা বাতিল করা হবে। সেটা যেন বাস্তবেই বাতিল করা হয়। কৌশলে অন্য কোনো রূপে যেন এর বহিঃপ্রকাশ না ঘটে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।  দুর্নীতি কমানোর জন্য গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। এজন্য অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন। দুর্নীতি না কমলে সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র্য কমবে না বলে মন্তব্য করেন গওহর রিজভী।


এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নয়জন সাংবাদিক ও ফটোসাংবাদিককে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কৃত করে টিআইবি।
/ এএ / এআর /