ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

‘জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিলেন বঙ্গবন্ধু’

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪১ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদোন্নতি দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের বাঁচাতে ইনডেমনিটি অ্যাক্ট পাশ করেন। হত্যাকারীদের তিনি আশ্রয় দিয়েছেন। অথচ এই জিয়াউর রহমানকে মেজর জিয়াউর রহমান বানিয়েছেন কে? আমার বাবা তাঁকে মেজর জেনারেল বানিয়েছেন। কিন্তু সেই হত্যাকারীদের সঙ্গে নিয়ে তিনি ক্ষমতা কুক্ষিগত করেছিলেন।


আজ বৃহস্পতিবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ভোরের ডাকের সম্পাদক শ্যামল দত্তের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


জিয়াউর রহমানদের জন্যই দেশে সেনা অভ্যুত্থান হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তার সময় দেশে হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। তাই খুনীদের সঙ্গে কোনো আপস নয়। তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন রেখে বলেন, এসব খুনিদের নিয়ে কি করে আপনারা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক।

এমজে/ এআর