ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

‘জেএমবির উত্তরবঙ্গ সামরিক প্রধান আটক’

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

বগুড়ার থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলের সামরিক প্রধানসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিপগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জয়পুরহাট মোড় থেকে বুধবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের ইন্টেলিজেন্স শাখা ও জেলা পুলিশের যৌথ অভিযানে এ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান বাবুল আক্তার, শূরা সদস্য মিজানুর রহমান, নতুন সদস্য আলমগীর হোসেন ও আফজাল হোসেন। তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, ৭ দশমিক ৬৫ পিস্তলের ১০টি গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেএমবির সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারের (৪৫) বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর জালেপাড়ায়। বাবুলরংপুরের কাউনিয়া থানার খাদেম রহমত আলী হত্যা মামলার অভিযুক্ত। এ ছাড়া জেএমবির নতুন সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ এবং হামলার টার্গেট, ব্যক্তি ও স্থান নির্ধারণ করার দায়িত্ব তার ওপর।

শূরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে মিস্ত্রি মিজানুর রহমানের (৩৯) বাড়ি নওগাঁর পারইল আছির হাজীপাড়ায়। রাজশাহীর বাঘমারা থানায় আহম্মদীয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি।

এ ছাড়া সাতক্ষীরার তালইগাছা গ্রামের আলমগীর হোসেন ওরফে আরিফ (২৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের আফজাল হোসেন ওরফে লিমন (৩২) দুজনই জেএমবির সক্রিয় সদস্য। আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।