ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ব্যালন ডি’অর রোনালদোর

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:২৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

লিওনেল মেসিকে হারিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যালন ডি’অর জয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।

বিশ্বের ১৭৩জন সাংবাদিকদের ভোটে এ পুরস্কার জিতলেন রোনালদো। এবারের ব্যালন ডি’অর জিতে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে ধরে ফেললেন রোনালদো। এর আগে মেসি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। আর রোনালদো জিতেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।

গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রোনালদো। রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর জাতীয় দলের জার্সিতেও উজ্জ্বল ছিলেন সিআরসেভেন।

১৯৫৬ থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল সাময়িকী। অবশ্য ২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ব্যালন ডি`অর মিলে ফিফা-ব্যালন ডি’অর দেওয়া হচ্ছিলো। তবে গত বছর তা আবারও আলাদা হয়ে যায়।

 

সূত্র : গোলডটকম

/এমআর