ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ঢাকায় আসছেন হাথুরুসিংহে

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৫১ এএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে ঢাকায় আসছেন চন্দিকা হাথুরুসিংহে। শনিবারই তার আসার সম্ভাবনা আছে। জানা গেছে, ইতিমধ্যে শ্রীলঙ্কার নতুন কোচ হিসাবে হাথুরুসিংহে চুক্তিতে সই করেছেন। তিনি আগামী ২০ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কান দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ওইদিন থেকেই ভারত-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু। তার চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত।

লঙ্কান কোচ হিসাবে হাথুরুসিংহের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হতে যাচ্ছে আগামী জানুয়ারির বাংলাদেশ সফর। দুটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

শ্রীলঙ্কা ক্রিকেট সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ হতে যাচ্ছেন হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ হিসাবেও বেতন-ভাতা মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেট কোচদের একজন ছিলেন এ লঙ্কান। শ্রীলঙ্কা তাকে নিয়ে গেছে বাংলাদেশের সমান অথবা এর বেশি পারিশ্রমিক দিয়ে।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুর। কিন্তু গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝামাঝি সময়ে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় যান। তখন থেকেই তার ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীঙ্কান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবারই ঢাকায় আসছেন হাথুরুসিংহে। তবে বিসিবি তার আসার খবর নিশ্চিত করলেও দিন-তারিখ জানায়নি।

বিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার আগেই তার ঢাকা আসার কথা। তবে কবে আসবে এটা নিশ্চিত নয়।

 

 

আর