ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

কঙ্গোতে সেনা ঘাটিতে হামলায় শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য নিহত

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

ডেমোক্রেট রিপাবলিক অব কঙ্গোতে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরাঞ্চলীয় কিভোর বেনি ঘাটিতে চালানো ওই হামলায় শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য এবং দেশটির বিমান বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৩ শান্তিরক্ষী বাহিনীর সদস্য। খবর আলজাজিরার।

ওই হামলাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমি ওই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর এভাবে হামলা চালানো মোটেও গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, হামলায় হতাহতরা মূলত তানিজানিয়ার নাগরিক।

কঙ্গোর কর্তৃপক্ষকে  দ্রুত এই হামলার তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

উত্তরাঞ্চলীয় কিভোর বেনি ঘাঁটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিলো। এর আগেও ওই এলাকায় এডিএফের বিদ্রোহীরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, মিশনের শুরু ১৯৯৯ সাল থেকে এপর্যন্ত প্রায় ৩০০ শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে।

 সূত্র: আল জাজিরা

একে// এআর