ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বাঙ্গালীর স্বাধীনতা রুখতে ৭ম নৌবহর পাঠানোর নির্দেশ (ভিডিও)

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পনের আহ্বান জানায় মিত্রবাহিনী।  

এদিকে বাংলাদেশের স্বাধীনতা রুখে দিতে ৭ম নৌবহর বঙ্গোপসাগর যাত্রার নির্দেশ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। 

৯ডিসেম্বর বেতারের মাধ্যমে পাকিস্তানী বাহিনীকে আত্মসমর্পনের আহ্বান জানায় মিত্রবাহিনী। এছাড়া আত্মসমর্পনের আহ্বান জানিয়ে বিমান থেকেও ফেলা হয় লিফলেট।

দেশের অভ্যন্তরে মুক্তিবাহিনীর বিজয়ের ধারা অব্যাহত থাকে। উত্তরাঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বিচ্ছিন্ন হয়ে হিলির উত্তর-দক্ষিণে অবস্থান নেয়। আর মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণের পথ ধরে বীরদর্পে এগিয়ে চলে মিত্রবাহিনী।

বিজয় কেতন উড়িয়ে দখল করে চলেছে একের পর এক এলাকা। ১৯৭১ সালের এই দিনে খুলনার পাইকগাছা, কুমারখালী, গাইবান্ধা, অভয়নগর, ত্রিশাল, পূর্বধলা সহ বিভিন্ন এলাকা শক্রুমুক্ত হয়।

যুদ্ধে বাংলাদেশের বিজয় অনিবার্য, এটি বুঝতে পেরে পাকিস্তানী শাসকগোষ্ঠী তাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে শলাপরামর্শ করতে থাকে। সেইসাথে চলে বাঙালী জাতিকে মেধাশূণ্য করার ঘৃণ্য ষড়যন্ত্র।

পূর্ব পাকিস্তানের রণাঙ্গনে নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে এদিন পিন্ডিতে সংকেত বার্তা পাঠান জেনারেল নিয়াজি।

আর মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে যাত্রার নির্দেশ দেন।

ভিডিও