ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা ইরাকের

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরাক। সর্বশেষ অঞ্চল ইরাক-সিরিয়া সীমান্ত থেকে আইএসকে হটানোর পরই দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এক সংবাদ সম্মেলনে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। 

সংবাদ সম্মেলনে হায়দার আল-আবাদি বলেন, আমাদের যোদ্ধারা ইরাক-সিরিয়া সীমান্ত এলাকা আইএসের দখলমুক্ত করেছে। এ কারণেই আমি যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করছি।

গত নভেম্বরে আইএসের দখল থেকে গুরুত্বপূর্ণ শহর রাওয়া পুনরুদ্ধার করার পরই কার্যত ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে ইরাক। এর পর থেকেই আইএসের নিয়ন্ত্রণে থাকা ছোট্ট অঞ্চল ইরাক-সিরিয়া সীমান্ত এলাকা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ শুরু করে ইরাকি বাহিনী।

এর আগে গত শনিবার দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির রশিদ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, ইরাক ভূখণ্ডের সমস্ত এলাকা সন্ত্রাসী সংগঠন দায়েশ গ্যাং এর কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, ছয়মাস আগেও ইরাকের বেশিরভাগ অঞ্চল আইএসের (স্থানীয় ভাবে আইএসআইএল নামে ডাকা হয়) দখলে ছিল। 

সূত্র: আল-জাজিরা

এমজে/ এআর