ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নড়াইল ও জামালপুর জেলা মুক্ত হয় ১০ ডিসেম্বর

প্রকাশিত : ০১:২০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

আজ ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে হটিয়ে মুক্ত হয় নড়াইল ও জামালপুর জেলা।

২৪ নভেম্বর কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া মুক্ত হওয়ার পর, ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে নড়াইলে পাকিস্তানী বাহিনীর ওপর আক্রমণ শুরু করেন। ১০ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকিস্তানী বাহিনীকে ঘিরে ফেললে তুমুল লড়াই শুরু হয়। এ সময় পাকিস্তানী বাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান আত্মসমর্পনের কথা জানায়। পরে ২২ পাকিস্তানী সৈন্য এবং ৪৫ জন রাজাকার আত্মসমর্পণ করে। ৯ ডিসেম্বর রাতভর জামালপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প পিটিআই ঘাঁটির উপর চারদিক থেকে আক্রমণ চালানো হয়। এ সময় ৪ শতাধিক পাকিস্তানী সৈন্য নিহত হয়। আহত হয় অনেকে। ১০ ডিসেম্বর হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষ ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে আকাশে উড়ায় লাল-সবুজের পতাকা।

 

/এমআর