ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার জেরুজালেম ইস্যূতে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন। তাই ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জোটের রাষ্ট্র ও সরকার প্রধানদের এই সম্মলন ডেকেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন।

সম্মেলনের আগে আগামীকাল মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা এবং আগামী বুধবার বিকেলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে।

জানা গেছে, তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতিকে নিয়ে ইস্তাম্বুলে পৌঁছবে। এবং শীর্ষ সম্মেলন শেষে পরের দিন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

একে// এআর