ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

‘জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে’

প্রকাশিত : ০১:২২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭ সোমবার

জলবাযু পরিবর্তনের ফলে আমাদের দেশে পর্বতমালা ঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি থেকে বাঁচতে প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আন্ত:সম্পর্ক তৈরি করতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত এক নাগরিক সংলাপে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

অ্যান্টার্কাটিকা ও সুমেরু অভিযাত্রী ইমাম আল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, এম এ মুহিত, নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধন বাহদুর ওলী প্রমুখ।

হোসেন জিল্লুর রহমান বলেন, পরিবেশের ক্ষতি করে উন্নয়ন নয় বরং পরিবেশ রক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। জলবাযু পরিবর্তনে সৃষ্ট পর্বত ঝুঁকি থেকে বাঁচতে আমাদের প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আন্ত:সম্পর্ক তৈরি করতে হবে।

তিনি বলেন, সারা পৃথিবী যেখানে বিভাজনের রাজনীতি চর্চা করছে। জলবায়ু ঝুঁকি রোধে আমাদেরকে আন্ত:সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মিডিয়াকে বেশি ভূমিকা পালন করতে হবে।

এম এ মুহিত বলেন, পৃথিবীর ২০০ কোটি মানুষ হিমালয়ের উপর নির্ভর করে জীবিকা র্নিবাহ করতো। কিন্ত এখন পাহাড়ের অবস্থা ভালো নেই। হিমালয় পর্বত আগে সাদা ছিল। এখন আমরা তাকে কালো দেখছি। এজন্য দায়ি পরিবেশ বিপর্যয়।

 

তিনি বলেন, পর্বতের টেকসই উন্নয়নের জন্য আমদের নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। আজ থেকে আমরা শপথ করবো আমাদের দ্বারা পরিবেশের যেনো ক্ষতি না হয়।

সংলাপের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট থেকে শহীদ মিনার পযর্ন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে অধ্যায়নরত নেপালের শিক্ষাথীসহ প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন।

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত-দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে বিশ্বের সবদেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়।

/ এএ / এআর /