ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ইস্তাম্বুল পৌঁছেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৫০ এএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ওআইসির ডাকা বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টায় ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

ইস্তাম্বুলে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী ও ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির ঘোষণা দেওয়ায় ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জোটের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই বিশেষ সম্মেলন ডেকেছেন। সম্মেলন শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

 

/এমআর