ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

অবৈধ অস্ত্র রাখায় ‘মেসি’ গ্রেফতার !

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

অবৈধ অস্ত্র রাখার দায়ে মেসিকে গৃহবন্দি করার আদেশ দিয়েছেন আদালত। তবে এ মেসি লিওনেল মেসি নয়, তাঁরই বড় ভাই ম্যাটিয়াস মেসি। সোমবার দেশটির একটি আদালত ম্যাটিয়াস মেসিকে অবৈধ অস্ত্র রাখার দায়ে গৃহবন্দী করার আদেশ দেন।

ম্যাটিয়াস মেসিকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর একটি মোটর চালিত নৌকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের বড় ভাই ম্যাটিয়াস মেসি। এ ঘটনায় তাঁর সাড়ে তিন থেকে আট বছরের জেল হতে পারে বলে মনে করছেন মামলার প্রসিকিউটররা। তবে মেসি পরিবারের আইনজীবীর দাবি ম্যাটিয়াস এমনটি করতে পারে না। তার বিরুদ্ধে আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।

সূত্র: শিকাগো ট্রিবিউন

এমজে/ এআর