ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

বৃদ্ধশিশু বায়োজিদ মারা গেছে

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

দেশে-বিদেশে আলোচিত মাগুরার বিরল রোগ প্রজেরিয়ায় আক্রান্ত বৃদ্ধ শিশু বায়োজিদ মারা গেছে। গতকাল সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল সাড়ে পাঁচ বছর।

গত এক বছর ধরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিককেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার নামি দামি হাসপাতালে চলে বিরল রোগে আক্রান্ত শিশু বায়োজিদের চিকিৎসা। বেশ কিছু দিন সুস্থ থাকার পর সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। মৃত্যুর কয়েক দিন আগে সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানান জটিলতায় ভুগছিল বায়েজিদ।

পেশায় রাজমিস্ত্রী বায়োজিদের বাবা লাভলু শিকদার জানিয়েছেন, বায়োজিদ সর্দি, কাশি এবং শ্বাস-কষ্টসহ নানান জটিলতায় ভুগছিল। রোববার রাতে বায়োজিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সে।

 

একে//