বিরুষ্কার বিয়ে নিয়ে রাখির অদ্ভুত ভিডিও ভাইরাল
প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার

বিয়ের জন্য যখন অভিনন্দনের বার্তায় সিক্ত হচ্ছেন বিরুষ্কা, ঠিক তখন টেলিভিশনের ‘ড্রামা কুইন’ যা করলেন, দেখলে আঁতকে উঠবেন সবাই। ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের কথাই বলছি।
বিরাট-আনুশকার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সক্রিয় হয়ে উঠেছেন রাখি সাওয়ান্ত। ‘আব মেরা ক্যা হোগা বিরাট’- বলে এক অদ্ভূত মুখভঙ্গি করেন টেলিভিশনের ওই অভিনেত্রী। রাখির ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বিরাট-আনুশকাকে অভিনন্দন না জানিয়ে, কেন এ ধরনের অদ্ভূত মুখভঙ্গি করলেন রাখি সাওয়ান্ত, তা নিয়ে প্রশ্নও তুলছেন নেটিজেনরা।
শুধু তাই নয়, বিরুষ্কার বিয়ে নিয়ে ‘দুঃখপ্রকাশ’ করতে গিয়ে নিজের এমন একটি ছবিও শেয়ার করেছেন রাখি। যা দেখেও অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ।
সূত্র : জি নিউজ
ভিডিওটি দেখতে চাইলে এই লিংকটি সার্চ দিন :
https://www.instagram.com/p/BckjMLlFRGY/?taken-by=rakhisawant2511
এসএ/