ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

নতুন বছরের শুরুতে জয়ার ‘পুত্র’

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি তিনি অভিনয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন টালিউডেও। নিয়মিত অভিনয় করে ওপার বাংলার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। জয়া যে একজন পাকা অভিনেত্রী তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন সম্প্রতি মুক্তিপাওয়া বেশি কিছু সিনেমায়।

নতুন খবর হচ্ছে- নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনিত সিনেমা ‘পুত্র’। বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে ‘পুত্র’। অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কীভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে ‘পুত্র’ সিনেমাতে।

চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউটিংয়ের দায়িত্বে পেয়েছে জাজ মাল্টিমিডিয়া।

জয়া আহসান ছাড়াও ‘পুত্র’ সিনেমায় অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন আহসান হাবিব, রিচি সোলায়মান, সাবেরী আলমসহ অনেকে। হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা নিজেই।

এসএ/