ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তাবায়নে কাজ করতে হবে’

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, অসাম্প্রদায়িক ও সম্প্রতি  দেশ গড়তে বুদ্ধিজীবীদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তাবায়নে কাজ করতে হবে। তিনি বলেন, সু্ষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করতে হলে বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখতেন। তাদের রেখে য়াওয়া সেই স্বপ্ন বাস্তাবায়নে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বাংলা একাডেমি  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একক বক্ততানুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ঘাতকদের বিচার অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনায়ার হাসান। বক্তব্য রাখেন,অধ্যাপক অঞ্জয় রায়, আনোয়ার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করন কবি আসাদ মান্নান।

 মুনতাসীর মামুন বলন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। একারণে তাদেরকে স্মরণ রাখতে হবে। তিনি বলেন, যারা তাদের হত্যা করেছে তাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেওয়া যাতে ভবিষ্যতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। বুদ্ধিজীবীদের বাসা থেকে অপহরণ করে চোখ বেঁধে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

 

আর/এসএইচ