ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে তিন জমজ ভাই

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০২:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ফাহিম, ফাতিম, তানভির- তিন জমজ ভাই। চেহারার মতো মিল রয়েছে তাদের চাল-চলন ও আচার-আচরনেও। পোশাকও পড়েছে একই রকমের। আজ বিজয় দিবসের সকালে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে জয়পুরহাটে শহীদ মিনারে বাবার সঙ্গে এসেছে তারা তিনজন।

বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনেছে, স্কুলের স্যারেরাও এ বিষয়ে অনেক কিছু শুনিয়েছে তাদেরকে। তাই বাবার সঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে তারা।

শিশু তিনটির বাবা আসাদুজ্জামান জানান, আমার তিন ছেলে জমজ। তাদের বয়স ৭ বছর। পড়ে দ্বিতীয় শ্রেণিতে। এদের মিল এতোটাই যে বাসায় একটি কমলা থাকলেও সেটা তিনজনে মিলে ভাগ করে খাবে।

পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করতে যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের সম্পর্কে পরিচয় করিয়ে দিতেই সন্তানদের নিয়ে শহীদ মিনারে এসেছেন বলেও জানান আসাদুজ্জামান।

 

এম/এমআর