ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে অস্ট্রিয়া

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার

অস্ট্রিয়াতে ডানপন্থী দল ফ্রিডম পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনে সম্মত হয়েছে কনজারভেটিভ পিপলস পার্টি। ১৫ অক্টোবর নির্বাচনে জয়লাভ করেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপলস পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে।

পিপলস পার্টির নেতা সেবাস্তিয়ান কোর্জ মাত্র ৩১ বছর বয়সে দেশটির প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। এরমধ্য দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিনি।

কোয়ালিশন সরকার গঠিত হলে কনজারভেটিভ পার্টি প্রথমবারের মতো ডানপন্থীদের সঙ্গে কোয়ালিশন গঠনের মাধ্যমে ক্ষমতায় বসতে যাচ্ছে। তবে দুই দলের কোন নেতাই কোয়ালিশন বিষয়ে মুখ খুলেননি।

দুদলই বলছেন, কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে তারা প্রথমে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন এর সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি নিজ দলেও কোয়ালিশন সরকারের বিষয়ে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সূত্র: বিবিসি

এমজে / এআর