ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ভিক্ষা বেশি পাওয়ার আশায় স্মৃতিসৌধে রাব্বী

আলী আদনান

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার

ছবির পঙ্গু শিশুটির বয়স আট বছর। সাভারের আলোকদিতে থাকে। নাম রাব্বী। ওর বয়স যখন দুই বা তিন বছর, তখন রাব্বীর বাবা স্ত্রী-সন্তান রেখে পালিয়ে যান। রাব্বী তার মায়ের কাছে শুনেছে, তার বাবা আরেকটি বিয়ে করেছে।

রাব্বীর বড় ভাইয়ের দুই পা ও তার এক পা মোচড়ানো। মা বিড়ি বাঁধাইয়ের চাকরি করেন। তবে এখন বিড়ির ব্যবসা ভালো নয়। তাই ছেলেদের ভিক্ষাবৃত্তি থেকে আয়ের ওপর সংসার চলে।

রাব্বী দাঁড়াতে পারে না। সে তার মোচড়ানো পা দিয়ে ভিক্ষার ঝুলিকে ঠেলে ঠেলে এগিয়ে যায়।

জিজ্ঞেস করলাম, আজ স্মৃতিসৌধে এত লোকের ভিড় কেন?

রাব্বী বলল, আইজ দ্যাশ স্বাধীন হইছিল।

পাল্টা প্রশ্ন করলাম, স্বাধীনতা কী?

রাব্বী এবার ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকল।

তাকে বললাম, আজ এখানে কেন এসেছ?

একটু সময় ভেবে রাব্বী বলল, আইজ এখানে আইলে বেশি ট্যাকা পাওন যাইব, তাই।

রাব্বীর মতো এখনও অনেকেই স্বাধীনতা মনে কী তা জানে না। অথচ স্বাধীনতা অর্জনে আমাদের কতই না ত্যাগ স্বীকার করতে হয়েছে। টানা ৯ মাসের যুদ্ধে ত্রিশ লাখ বাঙালি শহীদ বরণ করেছেন। তাই সবাইকেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে।

 

/ডিডি/